বরিশাল নগরীতে মালয়েশিয়ান রিঙ্গিতসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো গোপালগঞ্জের মোকসেদপুরের মো. আলমগীর ও জাহিদ হোসেন। উভয়ে বিদেশী অর্থ কম দামে বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা করত বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নগরীর জুমির খান সড়কে অভিযান চালানো হয়। সেখানে বিদেশী অর্থ দিয়ে প্রতারণার জন্য অপেক্ষারত দুই ব্যক্তিকে মালয়েশিয়ান ৫০ রিঙ্গিতের ১১টি নোটসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এসআই দেলোয়ার।
বিডি প্রতিদিন/ফারজানা