গরু বিক্রি করে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে সরদার আবদুস সাত্তার (৪৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৮টার দিকে খুলনা মহানগরীর জোড়াগেট পশুর হাট সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা।
খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, জোড়াগেট পশুর হাটে গরু বিক্রি করে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওনা দেন আব্দুস সাত্তার। তিনি হাটের পাশে রেল লাইনের ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৮/আরাফাত