বুধবার ঈদ। তাই আজ মঙ্গলবার যেভাবেই হোক বাড়ি যেতে হবে। ট্রেনের মধ্যে না হোক ছাদে হলেও ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়া চাই। ট্রেনের ভিতরতো দূরের কথা ছাদেও ঠাঁই নেই। কমলাপুর থেকেই বেশিরভাগ ট্রেনের ছাদ ভর্তি। তারপরেও ছাদে সামান্য জায়গা থাকলেই বিমানবন্দর স্টেশনে পুরোপুরি ভর্তি হয়ে যাচ্ছে।
মঙ্গলবার সকালে বিমানবন্দর রেলস্টেশনে দেখা যায়, কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসছে ট্রেন। থামছে বিমানবন্দর স্টেশনে। যে কোনো ট্রেন থামতেই যে যেভাবে পারছেন, উঠছেন ট্রেনে। যারা আগেভাগেই টিকিট কেটে রেখেছেন তাদের অনেকেই ট্রেনে উঠতে হিমশিম খাচ্ছেন। আর যারা টিকিট কাটেননি, উঠে পড়ছেন ছাদে।
বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন আইনশৃঙ্খলা বহিনীর সদস্যরা। রয়েছেন স্টেশনের লোকজনও। তবে তারা যাত্রীদের সামাল দিতে পারছেন না।
রেলের সঙ্গে নগরীর বাস টার্মিনালগুলোতে ভিড় চোখে পড়ার মতো। ভোর থেকেই সড়ক পথে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন