রাজধানীর বাড্ডার লিংক রোডের প্রিমিয়ার ব্যাংক থেকে ২৩ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে এক ডাকাত অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে টাকা নিয়ে যায় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
টাকা নিয়ে ডাকাত চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিডিও নিয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ রকম ডাকাতি হয়েছে বলে শুনেছি। বিষয়টা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।
প্রিমিয়ার ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ নওশের আলী বলেন, এ নিয়ে আমাদের কাজ চলছে। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা পুলিশের সঙ্গে কাজ করছেন।
বাড্ডা থানার ইন্সপেক্টর (অপারেশন) মোহাম্মদ ইয়াসিন গাজী বলেন, ব্যাংকটির লিংকরোড শাখার ব্যবস্থাপক দাবি করেছেন, একজন লোক তাদের শাখা থেকে অস্ত্র ঠেকিয়ে ২৩ লাখ টাকা নিয়ে গেছেন। কিন্তু সঠিক তথ্য এখনও পাইনি। ওদের কোনো ভিডিও ফুটেজ নেই। সিউকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলেছি। ওদের দেয়া তথ্যে গরমিল আছে।
বিডি প্রতিদিন/ফারজানা