গরু বিক্রেতারা যে হাটে খুশি, সেখানেই গরু বিক্রি করতে পারবেন। এতে কেউ বাধা দিলে বা জোর করে গরুর ট্রাক নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার পলিটেকনিক ইনস্টিটিউট কলোনীর গরুর হাট পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা মহানগরীর প্রত্যেকটি পশুর হাটে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম আছে। এসব পুলিশ কন্ট্রোল রুম থেকে অজ্ঞান পার্টির হাত থেকে বাঁচতে জনসাধারণকে সচেতন করা, জাল টাকা শনাক্ত করণ ও মানি এস্কর্ট সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া চোর, ডাকাত, অজ্ঞান পার্টি ধরার জন্য সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা আছে।
তিনি বলেন, এখন পর্যন্ত রাজধানীর গরুরহাট, বিপণীবিতান, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক কোনো অপরাধ সংঘটনের তথ্য আমরা পাইনি। কোনো ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হওয়ার কোনো খবর আমাদের কাছে আসেনি। সব মিলিয়ে এখন পর্যন্ত ঈদুল আযহার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক আছে।
ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি আরও বলেন, নগরবাসীকে সাথে নিয়ে সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে পালন করতে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নগরবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ঈদের দিন এবং ঈদের পরের দিনগুলোতে যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয়, নগরবাসী যাতে মন খুলে আনন্দের সাথে ঈদ পালন করতে পারেন সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৮/আরাফাত