সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও আমাদের দেশের নারীরা তা ভোগ করে না বলে মন্তব্য করেছেন বিরোধী দরীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজের মিলনায়তনে ঐচ্ছিক তহবিল থেকে চেক, সেলাই মেশিন ও নগদ টাকা প্রদানকালে এসব কথা বলেন।
তিনি বলেন, নারীরা অনেক সময় অবহেলিত, নির্যাতিত ও বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে।
সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হাফিজুরের রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সালাহ উদ্দিন আহমেদ মুক্তি এমপি, এইচএম এরশাদের সাবেক উপদেষ্টা ডা. কে আর ইসলাম, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৮/আরাফাত