মিরপুর-১২ নম্বরের পল্লবী থানাধীন ব্লক-ই এর লাইন-৪ এলাকার একটি বাড়ির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নয়জন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন-সুরত আলী (৬০), তার স্ত্রী বেদানা বেগম (৫০), ছেলে রাব্বি, তার স্ত্রী লাবনী, সুরত আলীর মেয়ে আলেয়া (৩০), আলেয়ার মেয়ে মিলি (৫), বাড়ির মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান (১৮) ও আত্মীয় আলমগীর (৩২)।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছয় তলা ওই বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) ইমরানুল ইসলাম জানান, দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন