নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর লালবাগের আলিঘাটে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, রাজধানীর লালবাগের আলিঘাটে প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন