দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঈদের পরদিন এ ঘটনা ঘটলেও গতকাল শুক্রবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।
জানা গেছে, উপজেলার তিলচন্দ্রী গ্রামের ১৪ বছরের কিশোরীর সঙ্গে গাজীপুরা গ্রামের রনির দীর্ঘদিন প্রেম ছিল। এরই এক ঈদের পরদিন ঘুরানোর কথা বলে কিশোরীকে ডেকে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে ধর্ষণ করে রনি। এই ঘটনা জানাজানি হয়ে গেলে কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি এম এ হক মামলার বিষয়টি নিশ্চিত করেছে জানান, অভিযুক্ত রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৮/মাহবুব