আজও বিলম্বে ঢাকা পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেন। প্রায় প্রত্যেকটি ট্রেন-ই দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে।
শনিবারের মতো রবিবারও ঢাকার কমলাপুরে বিলম্বে ট্রেন পৌঁছেছে। ফলে নির্ধারিত সময়ের চেয়ে ঘণ্টা-দুয়েক দেরিতে ঢাকা ছেড়ে যাচ্ছে এসব ট্রেন। এদিন সকালে খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ২ ঘণ্টা ৪০ মিনিট বিলম্বে ঢাকা পৌঁছে।
রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস নির্ধারিত সময় ভোর ৪টা ৫৫ মিনিট। এটি ঢাকায় পৌঁছার সম্ভাব্য সময় ৮টা ১৫ মিনিট দেওয়া হলেও সাড়ে ৮টায়ও পৌঁছেনি।
রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস সকাল ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছার কথা থাকলেও সাড়ে ৮টা পর্যন্ত পৌঁছার সম্ভাব্য সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।
চিলাহাটী থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস সকাল ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা থাকলেও সম্ভাব্য পৌঁছার সময় দেওয়া হয়েছে ১১টা ১০ মিনিট।
লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল লালমনি এক্সপ্রেস সকাল ৭টা ৩০ মিনিটের পরিবর্তে ঢাকায় পৌঁছার সম্ভাব্য সময় ৯টা ৩০ মিনিট।
দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা প্রায় ৪ ঘণ্টা বিলম্ব। এটি সকাল ৮টা ১০ মিনিটের পরিবর্তে আসার সম্ভাব্য সময় দুপুর ১২টায়।
এছাড়া ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ফাস্ট প্যাসেঞ্জার সকাল ১১টায় আসার কথা থাকলেও সম্ভাব্য সময় জানানো হয়নি।
সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস সকাল ১০টা ৩০ মিনিটে পৌঁছার কথা রয়েছে। কিন্তু এখনও সম্ভাব্য পৌঁছার সময় জানানো হয়নি।
কমলাপুর স্টেশন ম্যানেজার সকাল পৌনে ৯টা নাগাদ অফিসে না পৌঁছায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন