রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহী বিভাগীয় শহর হলেও শিল্পকর্ম প্রদর্শনীর জন্য কোনো গ্যালারি নেই। রাজশাহীতে আর্ট গ্যালারি দরকার। শিগগিরই এখানে একটি আর্ট গ্যালারি করতে চাই।’
সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাবির চারুকলা অনুষদ জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজক ছিল।
মেয়র খায়রুজ্জামান লিটন আরও বলেন, আর্ট গ্যালারি প্রতিষ্ঠা ছাড়াও সাংস্কৃতিক কর্মীদের গান-বাজনা চর্চার জন্য বিভিন্ন অবকাঠামো গড়ে তুলতে চাই। জ্ঞান-বিজ্ঞান শাখার মধ্য অন্যতম চিত্রকর্ম। একটা চিত্রকর্ম বইয়ের চেয়ে বেশি কথা বলে। সহজেই মানুষ যেন বুঝতে পারে এমন চিত্রকর্মের মাধ্যমে সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করা সম্ভব। মাদক একটি সমাজকে কিভাবে শেষ করে দিচ্ছে এমন চিত্র কি আঁকা যায় না? সন্ত্রাস জঙ্গিবাদকে বিশ্বাস করে ভ্রান্ত হয়ে নিজের এবং পরিবারের উপর যে ক্ষতি হয় তা চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী জাকারিয়া। এর আগে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও অন্যান্য অতিথিরা বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন