বাম গণতান্ত্রিক জোটের সভায় ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান হয়েছে।
সভায় ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, এ দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নির্বাচন কমিশন ও সরকারকে বহন করতে হবে।
আজ বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ফখরুদ্দিন কবীর আতিক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, নজরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের ফিরোজ আহমেদ, সমাজতান্ত্রিক আন্দোলনের সমন্বয়ক হামিদুল হক।
সভায় বিভিন্ন স্থানে বাম জোটের প্রার্থীদের ওপর ও সভা-সমাবেশে হামলার ঘটনার অভিযোগ দায়েরের পরও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে না পারলেও ভোটের দিন হাসপাতাল প্রস্তুত রাখার কথা বলার মধ্য দিয়ে আরো আতঙ্কের পরিবেশ তৈরি করছে।
সভায় এসকল আতঙ্ক ও ভয়-ভীতি উপেক্ষা করে গণতন্ত্র রক্ষার সংগ্রামে সচেতন মানুষকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে এসে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে ভোটারদের অবাধ চলাচল নিশ্চিত করে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।
সভায় বলা হয়, সারাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। সরকার গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনে জেতার যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়ন করতে প্রশাসন, দলীয় সন্ত্রাসী বাহিনীসহ সব কিছুকে ব্যবহার করা হচ্ছে। এর মধ্য দিয়ে নির্বাচনে ‘জেতা’র সব আয়োজন সম্পন্ন করছে।
সভায় সরকারের নীল নকশা বানচাল করতে সকল ভোটারকে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে, চলমান দুঃশাসনের অবসান ঘটাতে বাম জোটের প্রার্থীদের কাস্তে, মই ও কোদাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন