একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। শনিবার সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রথম নামাজে জানাজা শেষে বিকেল ৩টায় চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে তার পরিবার। এরপর সৈয়দ জাহাঙ্গীরের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নিয়ে যাওয়া হতে পারে।
সৈয়দ জাহাঙ্গীর ১৯৮৫ সালে একুশে পদক লাভ করেন। ১৯৯২ সালে চারুশিল্পী সংসদ তাকে বিশেষ সম্মাননা প্রদান করে। ২০০০ সালে মাইকেল মধুসূদন পুরস্কার এবং ২০০৫ সালে শশীভূষণ সম্মাননা লাভ করেন। এছাড়া শিল্পী জীবনে তিনি হামিদুর রহমান পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা