বিএনপি নেতাদের কণ্ঠস্বর নকল করে অপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘সরকার বুঝতে পেরেছে তাদের সাথে জনগণ নেই। তাই তারা এখন গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টির অপচেষ্টা করছে। সকল গুজবের জবাব জনগণ ৩০ তারিখ ভোটের মাধ্যমে দেবেন।’
নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কণ্ঠস্বর নকল করে অডিওক্লিপ ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আগামীকালের নির্বাচন নিয়ে অবৈধ শাসকগোষ্ঠী নানা কায়দা-কানুন ও পরিকল্পনা করছে। তারা ময়ুরের সিংহাসন থেকে ছিটকে পড়ার ভয়ে এই কয়েকদিন রক্তাক্ত হামলায় সারাদেশকে আতঙ্কের জনপদে পরিণত করেছে। বিএনপির মিছিল ও নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর চালানোসহ সহিংস আক্রমণে তাদের রক্ত ঝরাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে সাধারণ ভোটার, ধানের শীষের সমর্থক ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী দু:শাসন বিরোধী বার্তা দিয়েছেন। আগামীকাল আপনাদের সুযোগ আসবে স্বৈরশাসকদের হাত থেকে মুক্তি লাভের।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন