ঢাকার জেলার সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে শাকিলা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে কাঠগড়ার সরকারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
নিহত শাকিলা রংপুরের কাউনিয়া উপজেলার পূর্ব নাজিরদহ গ্রামের নয়া মিয়ার মেয়ে।
এসআই আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব