শেষ হলো একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদের প্রথম অধিবেশনের মোট ২৬ কার্যদিবসে মোট পাঁচটি বিল পাস হয়েছে।
বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এই অধিবেশন ভাষণ প্রাদন করেন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে প্রায় ৫৪ ঘণ্টা ২৭ মিনিট আলোচনা হয় সংসদে।
১৯৩ জন রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদের সমাপনী বৈঠকে প্রস্তাবটি ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। পরে স্পিকার অধিবেশন সমাপ্তি সংক্রান্ত ঘোষণা পাঠ করে একাদশ সংসদের সমাপ্তি ঘোষণা করেন। তিনি জানান, এই অধিবেশনে আইন প্রণয়ন ছাড়াও ৭১ বিধিতে ৩২১টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ৩০টি গৃহীত হয়েছে এবং ১৮টি আলোচিত হয়েছে। ৭১(ক) বিধিতে দুই মিনিট করে আলোচিত নোটিশের সংখ্যা ১৫৫টি। এ অধিবেশন প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ১১৪টি প্রশ্ন পাওয়া যায়। এরমধ্যে তিনি ৪৬টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট দুই হাজার ৩২৫টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে এক হাজার ৭৩০টি প্রশ্ন সম্পর্কে মন্ত্রীরা সংসদে উত্তর দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন