খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লবণাক্ততা প্রতিরোধে অপরিকল্পিত ভেড়িবাধ নির্মাণের কারণে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়েছে। ইতোমধ্যে অনেক নদী ও খাল বিলীন হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ মোকাবেলায় গবেষণার মাধ্যমে টেকসই ভূমি ব্যবস্থাপনা ও লবণাক্ততা দূর করার উপায় বের করতে হবে।
বুধবার সিটি মেয়র নগরীর সিএসএস আভা সেন্টারে ‘সাবন্যাশনাল কনসালটেশন অন সাসটেইন্যাবল ল্যান্ড ম্যানেজমেন্ট ইন ওয়াটার লগড এন্ড স্যালাইন প্রোন এরিয়া’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। সিটি মেয়র আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সকলকে দায়িত্ব পালনের আহবান জানান।
পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এ সেমিনারের আয়োজন করে। পরিবেশ অধিদপ্তর-খুলনার পরিচালক হাবিবুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গবেষণা পত্রের তথ্য উপাত্ত তুলে ধরেন এফএও’র সিনিয়র এ্যাডভাইজার এবং সাবেক অতিরিক্ত সচিব মো. সহিদুজ্জামান।
গবেষণা পত্রে বলা হয়, নদী ভরাট হয়ে পানি প্রবাহ কমে যাওয়ায় খুলনার পরিবেশগত বিপর্যয় টেনে আনবে। সেমিনারে লবণাক্ততা এবং জলাবদ্ধতা মোকাবেলায় করণীয় নির্ধারণে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার