সাভারে বিভিন্ন মাংস ও কাচাঁ বাজারের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে সাভারের আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন রাসেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এলাকাবাসী জানায়, সাভারের হেমায়েতপুরের বিভিন্ন মাংসের দোকানের মালিকরা দীর্ঘ দিন ধরে পঁচা-বাসি মাংস ফ্রিজে রেখে বিক্রি করে আসছিলো। আজ বিকেলে হঠাৎ করে ওই সব মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় বেশ কয়েকটি মাংসের দোকানের ফ্রিজে রাখা পঁচা বাসি মাংস জব্দ করা হয়। পচা-বাসি মাংস বিক্রির অভিযোগে মাংসের দোকানের মালিকদের জরিমানা করা হয়।
এ বিষয়ে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন রাসেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা