এমপিওভুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
রবিবার চতুর্থ দিনের মতো প্রেসক্লাবের সামনে থেকে কদম ফোয়ারা পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক-কর্মচারীরা।
তাদের দাবি, ২০১৮ সালের ৫ জানুয়ারি চলমান আন্দোলনের সময় সারাদেশে ৫ হাজার ২৪২টি নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিল সরকার।
কিন্তু এতদিনেও সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম