আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলন করে নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার প্রতিহিংসায় বিশ্বাস করে না। রাজশাহীতে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা যখন দেশে আসেন, তখন আইনের শাসন ছিল না। তাকে ইনডেমনিটির মুখোমুখি হতে হয়েছে। তিনি যখন (শেখ হাসিনা) ক্ষমতায় আসলেন, তখন সেই কালো আইন বাতিল করে তাকে পিতৃহত্যার বিচার চাইতে হয়েছে। শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। যা বিএনপি কখনই পারেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার