মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে ডিপ্লোম্যাটিক জোনে থাকছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গোয়েন্দা তথ্যে অঘটনের আশঙ্কা থাকায় রাজধানীর গুলশান-বনানী এলাকার নিরাপত্তা জোরদারের পাশাপাশি গুলশান ক্লাব ও বনানী এলাকা দিয়ে গুলশানে ঢোকার সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।
আজ রবিবার সরেজমিনে ঘুরে ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
জানা যায়, ডিপ্লোম্যাটিক জোনে উদ্ভূত পরিস্থিতি এড়াতে চালানো হচ্ছে তল্লাশি। এছাড়া অতিরিক্ত তল্লাশি চৌকি বসানো হয়েছে নগরজুড়ে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম