হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র ও গুলিসহ আটক রাজধানীর দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
উভয়পক্ষের শুনানি শেষে রবিবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
এর আগে, বিমানবন্দর থানার এসআই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে দেন আদালত।
জানা যায়, আওয়ামী লীগ নেতা এবিএম মাজহারুল আনাম অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন। লাগেজ স্ক্যানিংয়ের সময় তার ব্যাগ থেকে পিস্তলসহ ৪৪ রাউন্ড পাওয়া যায়। এ সময় আওয়ামী লীগ নেতা পিস্তলের লাইসেন্স দেখাতে পারলেও গোলাবারুদের ব্যাপারে কাগজপত্র দেখাতে পারেননি।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৯/মাহবুব