ঢাকা শহরে হামলা এবং নাশকতার আশঙ্কায় রেড এলার্ট বা সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়নি। এ বিষয়ে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ সঠিক নয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশও (ডিএমপি) এমন খবর নাকচ করে দিয়েছে।
ডিএমপি জানিয়েছে, প্রকৃতপক্ষে নিরাপত্তা নিশ্চিতকল্পে কোন ধরনের রেড এলার্ট বা সর্বোচ্চ সতর্কতা বলবৎ করেনি।
তারা জানিয়েছে, ডিএমপি বিভিন্ন জাতীয় দিবস ও ইভেন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে থাকে। তারই ধারাবাহিকতায় আগামী ২৫ মার্চ কালরাত্রি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মাত্র। ডিএমপি’র নিকট এ মুহূর্তে কোন ধরনের নাশকতা বা হুমকি নেই।
বিডি প্রতিদিন/ফারজানা