রাজধানীর কামরাঙ্গীরচরে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করে পালেয়েছেন তারই এক বন্ধু।
সোমবার সকালে কামরাঙ্গীরচর চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত রিকশাচালকের নাম কাউসার (২২)। তিনি তার বন্ধু রনির সঙ্গে কামরাঙ্গীরচর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি রুমে ভাড়া থাকতেন। কাউসারের বাড়ি শরিয়তপুর জাজিরা উপজেলায়। ধারণা করা হচ্ছে, রনি তাকে ছুরিকাঘাত করে হত্যা পর পালিয়ে গেছেন। এ বিষয়ে বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে বলেও জানান ওসি শাহিন।
বিডি প্রতিদিন/কালাম