রাজশাহীতে জাল সৌদি রিয়ালসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার জাল সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এই রিয়াল দিয়ে তারা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুরের টুটুল মোল্লা ও মমতাজ উদ্দিন মোল্লা এবং গোপালগঞ্জের ইলু শেখ ও বাবলু শেখ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে থেকে টুটুল মোল্লা ও ইলু শেখকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী নগরী লক্ষ্মীপুর এলাকার সেঞ্চুরি আবাসিক হোটেল থেকে মমতাজ উদ্দিন মোল্লা ও বাবলু শেখকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে জাল সৌদি রিয়াল দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ