বরিশালে বিশ্ব পানি দিবস উপলক্ষে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক সংগঠন ‘টার্মাইট সোসাইটি’র উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিডিপি, ইকোসিস্টেম রিচার্স অব বাংলাদেশ এবং বরিশালের ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ এর সহায়তায় ‘টার্মাইট সোসাইটি’র আন্তর্জাতিক সমন্বয়কারী মোহাম্মদ নাহিন রেজোয়ানের সভাপতিত্বে মৌন মানববন্ধনকে একাত্বতা ও সমর্থন জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এছাড়া বরিশাল পানি উন্নয়ন বোর্ড, সিডিপি, টিআইবি, সেভ দ্যা চিলড্রেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান এই কর্মসূচিতে একাত্বতা ঘোষণা করেন।
মৌন মানববন্ধন কর্মসূচির এক পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ নাহিন রেজোয়ান বলেন, ইউএন গবেষনা বলছে- বিশ্বে বর্তমানে প্রায় ৪ বিলিয়ন মানুষ বছরে কমপক্ষে ১ মাস নিরাপদ পানির ঘাটতির শিকার হচ্ছে। এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে সমগ্র বিশ্বে ৭ মিলিয়ন মানুষ তীব্র নিরাপদ পানির ঘাটতির মুখে পড়বে।
পানির গুরুত্ব সম্পর্কে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অপরকেও সচেতন করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে পানি দুষণ রোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয় জনসাধারণের মাঝে।
বিডি প্রতিদিন/হিমেল