এশিয়া-প্যাসিফিকবিষয়ক ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড শুক্রবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন।
ঢাকায় পৌঁছে তিনি টুইটে জানান, ‘নির্বিঘ্নে ঢাকায় পৌঁছতে পেরেছি এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে দেখা করেছি।’
ঢাকা সফরকালে মার্ক ফিল্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
এছাড়া বাংলাদেশে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার বিষয়ে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে তার।
আসন্ন ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে ক্রিকেট দলের সঙ্গেও বৈঠক করবেন মার্ক ফিল্ড।
বিডি প্রতিদিন/কালাম