উৎসব মুখর পরিবেশে চলছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ'র ভোটগ্রহণ।
শনিবার সকাল ৮ থেকে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সাড়ে তিন বছর পর নেতৃত্ব বদলের এই নির্বাচনে সভাপতি প্রার্থী মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হকের প্যানেল ‘সম্মিলিত-ফোরাম’ এগিয়ে রয়েছে। তার প্যানেলের সাতজন চট্টগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। ‘সম্মিলিত-ফোরাম’র বিরুদ্ধে খণ্ডিত প্যানেল নিয়ে নির্বাচনী মাঠে আছেন ডিজাইন অ্যান্ড সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন স্বাধীনতা পরিষদ। এই প্যানেলটি সব পরিচালক পদে প্রার্থী দিতে পারেনি।
দুই বছর মেয়াদি এই নির্বাচনে বিজিএমইএ পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদে ৪৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সম্মিলিত পরিষদের ও ফোরামের ২৬ জন, স্বাধীনতা পরিষদের ১৭ জন এবং স্বতন্ত্র একজন। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের নয়জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ৯৫৫ জন। আগামী ১১ এপ্রিল এই নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এরপর ১৮ এপ্রিল বিজিএমইএ নতুন সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। এরপরই আগামী ২১ এপ্রিল নির্বাচিত নতুন কমিটির সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন