খুলনার কয়রা উপজেলায় মো. শাহজান সিরাজ নামে এক সাংবাদিককে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছেন দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার মহারাজপুর খেদুর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক দৈনিক খুলনাঞ্চল এর কয়রা প্রতিনিধি ও কয়রা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সাংবাদিক সিরাজের ওপর হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটনসহ কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা। তারা এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৯/মাহবুব