রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় থেকে এক প্রতারককে আটক করেছে পুলিশ। তার নাম এসকেএ হাসান। বৃহস্পতিবার ব্যাংকের এক কর্মকর্তাতে হুমকি দেওয়ার অভিযোগে মতিঝিল থানা পুলিশ তাকে আটক করে। সংশ্লিষ্টরা বলছেন, হাসান একেক সময় একেক পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে কখনও সাংবাদিক, কখনও শিল্পপতি, কখনও ইঞ্জিনিয়ার পরিচয় দিয়েছেন।
রূপালী ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রূপালী ব্যাংকের ভিজিলেন্স এন্ড ইন্টিলিজেন্স বিভাগের উপমহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁর কক্ষে জোরপূর্বক প্রবেশ করেন হাসান। ব্যাংকের ফরিদপুর জোনাল অফিসের কর্মকর্তা বায়েজিদ মোল্লার বিরুদ্ধে তদন্তে ছিলেন ইকবাল হোসেন খাঁ। ওই কর্মকর্তার বিরুদ্ধে যেন তদন্ত না হয় সেজন্য হুমকি দিতেই ব্যাংকে আসেন হাসান।
মতিঝিল থানার এসআই নাজমুল মোল্লা জানান, হাসানকে আসামি করে রূপালী ব্যাংক কর্মকর্তা ইকবাল হোসেন খাঁ বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা