ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম জুয়েল রানা। তার বাড়ি মধ্য জোতপাড়া চৌহালী সিরাজগঞ্জ। পিতার নাম আব্দুল রউফ মোল্লা। রবিবার বেলা ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, রবিবার সকাল ৯টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. জাহিদুল কবিরের কাছে আসেন জুয়েল রানা। এসময় তিনি নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। এছাড়া জুয়েল রানার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে পরিচয় দিয়ে কারাবন্দি এক আসামির জামিনে মুক্তির বিষয়ে কথা বলেন। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. জাহিদুল কবিরের সন্দেহ হলে বিষয়টি যাচাই করে নিশ্চিত হন যে জুয়েল রানার সকল পরিচয় ভুয়া। পরে পুলিশ ডেকে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত মওদুদ হাওলাদার বলেন, এ ঘটনায় এসআই অনিল চন্দ্র বাদী হয়ে মামলা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার কথা স্বীকার করেছে। সে একজন পেশাদার সঙ্গবদ্ধ প্রতারক। তার বিরুদ্ধে টাঙ্গাইল, মতিঝিল ও শেরপুরে এ ধরনের ঘটনায় পৃথক তিনটি মামলা রয়েছে বিচারাধীন। তবে এ সকল মামলায় সে আদালত থেকে জামিনে আছে।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৯/ফারজানা/মাহবুব