রাজধানীর গুলিস্তানে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল গেল এক রিকশাচালকের। তার জাকির হোসেন (৬০)। তিনি ঢাকার নবাবগঞ্জের দিঘিপাড় এলাকার বাসিন্দা।
তিনি স্ত্রী ও চার সন্তান নিয়ে থাকতেন যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়।
রবিবার সকাল ৮টার দিকে মহানগর নাট্যমঞ্চের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার এসআই মাসুদ রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে বেপরোয়া একটি যাত্রীবাহী বাস জাকিরের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/কালাম