দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আন্ত:মেডিকেল কলেজ চলচ্চিত্র উৎসব। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ফিল্ম সোসাইটি দুইদিনের এ উৎসবের আয়োজন করেছে।
বুধবার বেলা ১১টায় রামেকে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ ডা. নওশাদ আলী।
রামেক শিক্ষার্থী নাদিয়া তাসনিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রামেক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক ডা. হারুণ আর-রশীদ, মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান, অধ্যাপক ডা. মাহবুবুর রহমান খান বাদশা, ফিজিওলজি বিভাগের প্রধান ডা.ওবায়দুল ইবনে বাচ্চু প্রমুখ।
উৎসবের এই দুইদিন বিভিন্ন রোগের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মোট ১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১টা এবং সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী চলবে। বৃহস্পতিবার প্রদর্শনী শেষে সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অভিনেতা ও প্রযোজকদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন