বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ করার দাবি জানিয়েছে বিআরডিবি কর্মচারী সংসদ।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারের বিআরডিবি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিআরডিবির কর্মচারীদের এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশ শেষে বিআরডিবির মহাপরিচালকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর বিআরডিবিকে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ করারসহ সাত দাবিনামা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, বিআরডিবি সিবিএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, কার্যকরী সভাপতি মো. মঞ্জুরুল হক, সহ-সভাপতি এম.এ বারী, মো. আলী আজগর মোল্লা, বিকাশ চন্দ্র দাস, মো. মোসলেহ উদ্দিন, মো. মোবারক হোসেন ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এ.কে.এম রফিকুল ইসলাম, লুবনা নাজনীন সুলতানা, জি এম জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন