কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেছেন, এই সরকারের আমলে প্রকৃত কৃষকরা ঠকছে। কারণ কৃষি খাতের দেয়া ভর্তুকি প্রকৃত চাষিদের হাতে পৌঁছায় না। সরকারের লোকজন ও দলীয় ক্যাডাররা ভুয়া কৃষক সেজে সস্তায় ধান কিনছে। আবার হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের দায়মুক্তি দেয়া হলেও কৃষককে সামান্য ঋণের জন্য তাদের সার্টিফিকেট মামলা দিয়ে হয়রানি করা হয়। কৃষকের বিরুদ্ধে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার ও ঋণ মওকুফ করাসহ কৃষকের ফসলের জন্য শস্যবীমা করার দাবি জানানো হয়।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ৯টি কৃষক-ক্ষেতমজুর সংগঠনের জোট কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের ৯ দফা দাবিতে আয়োজিত ঢাকা সমাবেশে এসব দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, কৃষক ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দুলাল প্রমুখ।
সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুলিস্তান হয়ে সচিবালয়ের কাছে এলে আইন-শৃঙ্খলা বাহিনী আটকে দেয়। পরে সেখান থেকে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের কাজী সাজ্জাদ জহির চন্দন, বজলুর রশিদ ফিরোজসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন