জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি রাফির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও সহপাঠীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
জাকের পার্টি চেয়ারম্যান, অত্যন্ত নির্মম ও পাশবিক এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান। তিনি সরকারের প্রতি শিশু, ছাত্রী ও নারীদের নিরাপদ পরিবেশ সুনিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানান।
বিডি প্রতিদিন/ফারজানা