ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সর্বস্তরের চিকিৎসকদের উপস্থিতিতে ‘প্লাটফর্ম ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস’ শীর্ষক একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তাসহ ন্যায়সঙ্গত সকল অধিকার আদায়ের জন্য ১০এপ্রিল গঠিত এই সংগঠনের উপদেষ্টা মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন এবং যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন এবং অধ্যাপক ডা.আবু রায়হান।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডা. আবু রায়হান, ডা. হাসানুর রহমান, ডা. জাকির সুমন, ডা. তৌফিক আহমেদ, ডা. মো: মামুন অর রশীদ, ডা. ফরহাদ অন্কুর, ডা. তারিক রেজা আলী টুটুল, ডা. আসাদুজ্জামান রিন্টু, ডা. মোহাম্মদ মুনির হোসেন, ডা. এইচএম মাহবুব আলম, ডা. মো. মেহেরউল্লাহ, ডা. শাফায়েত মোহাম্মদ, ডা. হিমেল চাকমা, ডা. সুমন কুণ্ডু, ডা. মাহমুদুল হাসান হীরা, ডা. মোহাম্মদ মিজানুর রহমান, ডা. মো: রশিদুল হক (রানা)। পরবর্তীতে সবার সাথে যোগাযোগ করে কমিটি আরো বর্ধিত করা হবে।
সভায় বক্তৃতা দেন ডা. জাকির সুমন, ডা. মামুন অর রশীদ, ডা. মিজানুর রহমান, ডা. রশিদুল হক রানা, ডা. হাসানুর রহমান, ডা. আবু রায়হান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ডা. আসাদুজ্জামান রিন্টু এবং ডা. আবুল হাসনাৎ মিল্টন।
বিডি প্রতিদিন/ফারজানা