হাইকোর্টের আদেশের পর বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে বুধবার ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ। বাকি ৪৫ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এবার রাসেলকে কৃত্রিম পা দিচ্ছে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।
বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে গণমাধ্যমকে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক জানান, কৃত্রিম পা সংযোজনের জন্য বৃহস্পতিবার রাসেল সাভারের সিআরপিতে আসবেন। আপাতত তাকে সিআরপির পক্ষ থেকে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির একটি পা দেয়া হবে।
তিনি আরও জানান, রাসেলের কৃত্রিম পা সংযোজনের জন্য প্রায় চার সপ্তাহ সময় লেগে যাবে। এ সময়ের মধ্যে নতুন পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতেও অনুশীলন করানো হবে।
রাসেল সরকার একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়াল সড়কে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম