ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নুসরাতের আত্মীয় মোহাম্মদ আলী এই জিডিটি (জিডি নম্বর-৬০২) করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম বলেন, নুসরাতের সুরতহাল করবে পুলিশ এবং হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
গত শনিবার আলিম পরীক্ষায় অংশ নিতে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে ছাদে ডেকে নিয়ে যায়। এরপর ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে তার দেওয়া শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে বলে। সে রাজি না হলে দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ছাত্রীর স্বজনদের অভিযোগ, মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় অধ্যক্ষের পক্ষের লোকজন নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম