গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে ৩২ হাজার পিস ইয়াবা, নগদ ৮ লাখ টাকা ও ভুয়া সাংবাদিক দম্পতিসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার চার মাদক ব্যবসায়ী হলেন, রুবেল আহমেদ, মো. বশির আহমেদ, জান্নাতুল ফেরদৌস রিবা ও মো. আনিসুর রহমান।
জানা যায়, র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী পূর্ব থানাধীন ৩০ নং আনার কলি রোডস্থ টঙ্গী বাজারের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র্যাবের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে। এসময় রুবেল আহমেদ, মো. বশির আহমেদ, জান্নাতুল ফেরদৌস রিবা ও মো. আনিসুর রহমানকে ৩২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে ছ'টি মোবাইল ফোন, মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের নগদ আট লাখ চৌত্রিশ হাজার পাঁচশত চল্লিশ টাকা, একটি পাসপোর্ট, একটি ব্ল্যাংক চেক এবং সাংবাদিক নামধারী একটি ভুয়া আইডিকার্ড জব্দ করা হয়।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন