বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সরকার যখন শাসক হয়ে যায় তখনই দুঃশাসন মাথাচাড়া দেয়। দেশে বর্তমানে কোনো সরকার নেই, আছে শাসক। আর সেই শাসকের ক্যাপ্টেন হচ্ছেন (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা।
শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এক মন্ত্রী বলেছেন খালেদা জিয়ার পরিবার থেকে সুপারিশ করলে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। আরেক মন্ত্রী বলেছেন প্যারোলের কোনো প্রশ্নই আসে না। আইনগতভাবে মুক্তি নিতে হবে। নিজেরা পক্ষ-বিপক্ষ হয়ে একটি নাটক তৈরি করেছেন। এ নাটকের মধ্য দিয়ে যে অবস্থা তৈরি হয়েছে, সেই নাটক নিয়ে আমরা যেন গুরুত্ব দিয়ে আলোচনা না করি।
আয়োজক সংগঠনের সভাপতি আজম খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন