এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় সিগারেটের দাম নামমাত্র মূল্য বৃদ্ধি করে বিড়ির উপর তিনগুণ মূল্য বাড়িয়ে ৩৫ টাকা করার প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
শুক্রবার রাজধানীর গুলিস্তানে আয়োজিত শ্রমিক নেতাদের এক সভায় এ প্রতিবাদ জানানো হয়। এসময় বিড়ি শিল্পকে ধ্বংস করে ২৫ লক্ষাধিক মানুষের বেকার করার ষড়যন্ত্র বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম.কে বাঙ্গালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সহ-সভাপতি নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল বারিক, যুগ্ম-সম্পাদক হারিক হোসেন, লুৎফর রহমান, শামীম ইসলাম, শ্রী প্রণব দেব নাথ, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, প্রচার সম্পাদক আসলাম মিঞা, শিক্ষা সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য জামিল আক্তার, মোজাফ্ফর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে শতাধিক বিড়ি শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আব্দুর রহমান বলেন, বিড়ি শিল্প ধ্বংস করতে বিড়ির মূল্য তিনগুণ বৃদ্ধি করার ষড়যন্ত্র করা হচ্ছে। সিগারেটকে একচেটিয়া ব্যবসা করার সুযোগ করা হচ্ছে। বিড়ি শিল্প ধ্বংস হলে আমরা ২৫ লাখ শ্রমিক না খেয়ে মরবো। তাই বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলনে ধাবিত হবো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৭ এপ্রিল রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় ২৫ শলাকা বিড়ির দাম ১২.৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৩৫ টাকা করার প্রস্তাব করা হয়। এসময় সিগারেটকে দুটি স্তরে ভাগ করে ৩৫টাকা ও ৪৮ টাকা মূল্যের নিম্ন স্তরের ১০ শলাকা সিগারেট ৫০টাকা নির্ধারণ এবং ৭৫টাকা ও ১০৫ টাকা মূল্যের উচ্চস্তরের ১০ শলাকা সিগারেট ১০৫টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়। এতে প্রতি প্র্যাকেট বিড়িতে ২২.৫০ টাকা বৃদ্ধি পাবে।
অপরদিকে, নিম্ন স্তরের সিগারেট প্রতি প্যাকেট মাত্র ৮.৫০ টাকা ও উচ্চ স্তরের সিগারেট ১৫ টাকা বৃদ্ধি পাবে। প্রস্তাব অনুযায়ী সিগারেটের উপর নামমাত্র মূল্যবৃদ্ধি করে বিড়ির উপর তিনগুণ দাম বৃদ্ধির ষড়যন্ত্রমূলক মতামত পেশ করা হয়েছে। আমরা শ্রমিকরা বিড়ি শিল্পের উপর এ ধরনের বিমাতা সুলভ প্রস্তাবের তীব্র প্রতিবাদ করছি। যদি বিড়ির মূল্য বৃদ্ধি করা হয় তাহলে নিম্ন স্তরের সিগারেট প্রতি শলাকা কমপক্ষে ২০ টাকা নির্ধারণ করতে হবে।
অনুষ্ঠানে বিড়ি মালিকদের প্রতি শ্রমের ন্যায্য মূল্য দেয়ারও দাবি করেন শ্রমিক নেতারা।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৯/আরাফাত