ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে পৃথক ২টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আন্দোলন ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে।
সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আন্দোলন বরিশালের আহ্বায়ক ও মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর শাহ্ সাজেদা, আনোয়ার জাহিদ ও রহিমা সুলতানা কাজল প্রমুখ।
বক্তারা বলেন, সরকার ইতিমধ্যেই নুসরাত হত্যার বিচারের বিষয়ে অনেক আন্তরিকতা দেখিয়েছে। কোন দুস্কৃতিকারী যাতে নুসরাত হত্যার বিচার বিঘ্নিত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দৃষ্টান্তমূলক বিচার হলে সমাজে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। সারা দেশে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
এর আগে নুসরাত হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও গণনাট্য সংস্থার যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল