বাংলা নববর্ষ ১৪২৬ এর শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সকালে রমনা উদ্যান এর অস্তাচল গেটের পাশে ছোট্ট একটি স্টল খুলে ডিএমপি সদস্যরা গোলাপ ফুল এবং বাতাসা দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় সেখানে আসা শিশুদের গোলাপ ফুল ও বড়দের হাতে বাতাসা দেন তারা। অসংখ্য নারী-পুরুষ ও শিশুকে ব্যাপক উৎসাহ নিয়ে স্টলের সামনে গিয়ে বাতাসা ও গোলাপ ফুল সংগ্রহ করতে দেখা গেছে।
এদিকে শুধু ফুল আর বাতাসা নয় রমনা বটমূলের পাশে পুলিশের পক্ষ থেকে ছায়ানটের অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে খাবার পানীয় বিতরণ করতেও দেখা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল