২০ এপ্রিল, ২০১৯ ১৪:৪৮

বরিশালে স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ শ্লোগান নিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে বরিশালে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শনিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আব্দুর রহিম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মু. জসিম উদ্দিন এবং সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, ‘স্বাস্থ্য সেবা কারোর দয়া নয়, সাধারণ জনগণের অধিকার এবং এটা শেখ হাসিনার অঙ্গীকার’। তাই যে কোন মূল্যে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

এর আগে গত ১৬ এপ্রিল সার্কিট হাউসে ৫ দিনব্যাপী স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর