রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল হান্নানের বাড়ি বরিশালে। বর্তমানে সে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি মাদ্রাসায় থাকে পড়াশোনা করতো।
ওই মাদ্রাসা জানাযায়, ওই মাদ্রাসার মকতবের ছাত্র ছিলো আব্দুল হান্নান। সকালে গোসল সেরে ভেজা হাতে তার রুমের ফ্যানের সুইচ চালু করছিলো সে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পৌনে ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, হান্নানের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম