২২ এপ্রিল, ২০১৯ ২২:১৬

সংসদে না আসলে আমও যাবে ছালাও যাবে: নাসিম

অনলাইন ডেস্ক

সংসদে না আসলে আমও যাবে ছালাও যাবে: নাসিম

ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, '৩০ তারিখের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে, আপনারা সংসদে যাবেন কি যাবেন না। যদি সাহস থাকে সংসদে গিয়ে গলা উঁচু করে কথা বলেন। সংসদে না আসলে আপনাদের আমও যাবে ছালাও যাবে।'

সোমবার (২২ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় একথা বলেন তিনি।

এসময় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ১৪ দলের নেতারা। বিএনপিকে আবারো সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে ১৪ দল নেতারা বলেছেন, সংসদে না এলে রাজনৈতিকভাবে আরো দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাবে দলটি।

এ সময় কামরুল ইসলাম বলেন, বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই অপশক্তিকে রাজনীতি থেকে বিদায় না করলে দেশে কোন দিন শান্তি আসবে না।

মাহবুব উল হক হানিফ বলেন, 'এরা বাংলাদেশের ক্যান্সার। এরা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ বার বার হোঁচট খাবে।'

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর