২৩ এপ্রিল, ২০১৯ ১২:৩১

ওয়াসা ভবনের সামনে ব্যতিক্রমী প্রতিবাদ, পুলিশের বাধা

অনলাইন প্রতিবেদক

ওয়াসা ভবনের সামনে ব্যতিক্রমী প্রতিবাদ, পুলিশের বাধা

ছবি: জয়ীতা রায়

রাজধানীর ওয়াসা ভবনের সামনে ব্যতিক্রমী প্রতিবাদ করছে জুরাইন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে কারওয়ানবাজারে অবস্থিত সংস্থাটির ভবনে এই ব্যতিক্রমী প্রতিবাদ করছে তারা।

পরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ওয়াসার পানিতে তৈরি শরবত খাওয়াতে ওয়াসা ভবনে ঢুকতে চাইলে তাদেরকে বাধা দিয়েছে পুলিশ।

ওয়াসা এমডির পদত্যাগ ও নোংরা খাবার পানি সরবরাহের প্রতিবাদে নারী ও শিশুসহ নাগরিক সমাজের ৫ প্রতিনিধি ওয়াসার এমডিকে শরবত খাওয়াতে ওয়াসা ভবনের কাছে অবস্থান নিয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান কার্যালয়ে না আসা পর্যন্ত সেখানেই অবস্থান করবে বলে জানিয়েছে তারা।

এর আগে সকালে ওয়াসা ভবনের সামনে ব্যতিক্রমী এই প্রতিবাদে তাদের হাতে স্লোগান সম্বলিত বেশ কয়েকটি পোস্টার দেখা যায়। 

'ঢাকা ওয়াসার পানি শতভাগ সুপেয়' গত ২০ এপ্রিল সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের এমন মন্তব্যের প্রতিবাদ জানান পুরান ঢাকার জুরাইনবাসী। একইসঙ্গে তারা গতকাল সোমবার ওয়াসার পানির শরবত বানিয়ে এমডিকে আজ মঙ্গলবার খাওয়ানোর কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন।

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর