২৩ এপ্রিল, ২০১৯ ১৪:৪৬

খুলনায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

খুলনা বিভাগে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। নির্বাচন কমিশনের নিয়োগ করা তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ২০০৪ সালের ১লা জানুয়ারি বা তার পূর্বে জন্ম গ্রহণকারী বাংলাদেশি নাগরিক যারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত নন তাদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া এক এলাকা হতে অন্য এলাকায় ভোটার স্থানান্তর ও মৃত ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রমও চলবে।

মঙ্গলবার এ উপলক্ষে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বক্তৃতা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) মো. কামাল উদ্দিন বিশ্বাস, কেএমপি’র অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। জানা যায়, এবারের হালনাগাদে হিজরা জনগোষ্ঠী হিজরা হিসেবে ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারবেন। একই সাথে ৬৪টি জেলার ১৩৫টি উপজেলায় চলবে তথ্য সংগ্রহ কার্যক্রম।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর