রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে এক পাঠাও আরোহী নিহত হয়েছেন। তার নাম আরমান (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন পাঠাও বাইকের চালক নূর মোহাম্মদ।
ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় পাঠাও বাইকের আরোহী আরমান ও চালক নূর মোহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯ টায় আরমানকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
আহত পাঠাও মোটরসাইকেল চালক নূর মোহাম্মদ বলেন, নিহতের বাড়ী মোহাম্মদপুর শাহজাহান রোডে। তাকে টাউন হলের সামনে থেকে বসিলা রোডে নিয়ে যাওয়ার পথে বসিলা বেড়িবাঁধে লালতলা এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল নিয়ে বাম দিকে পড়ে যান। আর আরোহী আরমান ডান পাশে পড়ে যান। পরে ট্রাকটি তার উপর উঠিয়ে দেয় চালক। পরে আশপাশের লোকজন ট্রাকটি আটক করে।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        